Site icon Jamuna Television

‘টাওয়ার রেডিয়েশন আন্তর্জাতিকভাবে নির্ধারিত মানদণ্ডের অনেক নিচে’

মোবাইল ফোনের টাওয়ার থেকে যে রেডিয়েশন বের হয়, তা আন্তর্জাতিকভাবে নির্ধারিত মানদণ্ডের অনেক নিচে। এটি মানবদেহ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সাধারণ মানুষদের অহেতুক আতঙ্কিত হবার কারণ নেই।

সকালে, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন, অ্যামটবের এক সেমিনারে তুলে ধরা হয় এমন তথ্য। বলা হয়, মোবাইল ফোন টাওয়ারের রেডিয়েশন বা রশ্মি নিয়ে বিটিআরসি’র জরিপে ক্ষতিকারক কোনো উপাদান পাওয়া যায়নি। রেডিয়েশনের মাত্রা আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে। তাছাড়া টাওয়ার থেকে যে রেডিয়েশন বের তা উচ্চমাত্রার নয়। তাই এতে কোন স্বাস্থ্য ঝুঁকি নেই।

বলা হয়, রেডিয়েশন নিয়ে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের ক্ষতির কথা বলা হলেও তার পক্ষে কোন যুক্তি নেই। টাওয়ারের সংখ্যা বেশি থাকলে ঝুকির প্রবণতা কমবে উল্লেখ করে বলা হয়, অল্প টাওয়ারে বেশি এলাকায় নেটওয়ার্ক সেবা দিতে অতিরিক্ত শক্তির ব্যবহার করতে হয়। যার ফলে রেডিয়েশন বৃদ্ধি এবং ক্ষতির আশঙ্কা থাকে।

Exit mobile version