Site icon Jamuna Television

যতোটা আতঙ্ক ছড়িয়েছে, ততোটা প্রাণঘাতী নয় করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যতোটা আতঙ্ক ছড়িয়েছে, ততোটা প্রাণঘাতী নয় কোভিড-নাইনটিন, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনাভাইরাসে প্রতি পাঁচজন আক্রান্ত ব্যক্তির মধ্যে একজনের রয়েছে মৃত্যুঝুঁকি। আর শিশুদের সংক্রমিত হওয়ার হার নেই বললেই চলে।

হুবেই প্রদেশে পর্যবেক্ষণের পর ডব্লিওএইচও মহাপরিচালক টেড্রোস অ্যাডহেনম জানান- করোনাভাইরাস গ্রুপের অন্য রোগ সার্স বা মার্সের মতো এতোটা ভয়াবহ নয় কোভিড-নাইনটিন।

তিনি বলেন- হুবেই প্রদেশে হালকা উপসর্গ নিয়ে যারা হাসপাতালে এসেছেন; তাদের ৮০ ভাগই চিকিৎসাসেবায় সুস্থ হতে পারেন। ১৪ ভাগের রয়েছে ভয়াবহ নিউমোনিয়া এবং শ্বাসপ্রশ্বাসের কষ্ট। বাকি ছয় ভাগ মানুষ বৃদ্ধ এবং তাদের অন্যান্য শারীরিক সমস্যাও প্রকট।

এদিকে, চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- মঙ্গলবার পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ১৮শ’ ৭৩ জন। সংক্রমণের সংখ্যা ৭৩ হাজারের বেশি। তবে, গেলো দু’দিনে কমে এসেছে মৃত্যুহার।

Exit mobile version