Site icon Jamuna Television

দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দাবি করা হয়, নিহত আইয়ুব আলী সন্ত্রাসী এবং মাদককারবারী।

ডিবির ওসি জানান, গতরাতে উপজেলার হাটলামপুর শালবাগান এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। তাদের ভাষ্য, সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয়ও জানা যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ককটেল আর দুইশ পিস ইয়াবা উদ্ধারের দাবিও করা হয়।

Exit mobile version