Site icon Jamuna Television

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রান্নাঘরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

গতরাতে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া মারা যান। ঢাকা মেডিকেলে এখনও চিকিৎসা নিচ্ছেন শিশুসহ একই পরিবারের ৬ জন। এর আগে গতকাল শতভাগ দগ্ধ হওয়ায় হাসপাতালে আনার পরপরই মৃত্যু হয় নূরজাহান বেগমের। দগ্ধদের প্রত্যেকের শ্বাসনালীসহ ১৪ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, তাদের কেউই শঙ্কামুক্ত নন।

Exit mobile version