Site icon Jamuna Television

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১ হাজার কোটি ডলার সহায়তার ঘোষণা অ্যামাজনের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১ হাজার কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। জলবায়ু কর্মীদের সহায়তা ও গবেষণা কাজে এ অর্থ ব্যয় হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব কথা জানান তিনি।

বেজোস বলেন, জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখতে চান। আগামী গ্রীষ্মেই তহবিলের অর্থ বণ্টন শুরু হবে বলেও জানান। বহুদিন ধরেই ধরিত্রীর সুরক্ষায় ধনকুবেরদের এগিয়ে আসার দাবি জানিয়ে আসছেন জলবায়ু কর্মীরা। এমনকি সাম্প্রতিক সময়ে অ্যামাজন কর্মীরাও প্রকাশ্যে এ দাবি জানায়। অন্যান্য শীর্ষ ধনীদের তুলনায় জনকল্যানমূলক কাজে জেফ বেজোসের অবদান বেশ সীমিত। এর আগে ২০১৮ সালে গৃহহীনদের সহায়তা ও স্কুল নির্মাণে সর্বোচ্চ ২শ’ কোটি ডলার অনুদান দিয়েছিলেন তিনি।

Exit mobile version