Site icon Jamuna Television

কর্ণফুলী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাঙ্গামাটির কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সকালে রাঙ্গুনিয়ার সড়কভাটা এলাকায় ভেসে ওঠা মরদেহ তুলে আনা হয়। মৃতরা হলেন মা টুম্পা মজুমদার ও তার পাঁচ বছরের ছেলে বিজয় মজুমদার। তাদের বাড়ি চট্টগ্রামের মিরশরাইয়ে।

শুক্রবার চট্টগ্রামের নন্দন এলাকা থেকে কাপ্তাই’-এর বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণের উদ্দেশে ৩টি নৌকায় ওঠেন ১২৭ জন ইসকন সদস্য। শিলছড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায় ১টি নৌকা। এতে নিখোঁজ হয় তিন জন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে উদ্ধার হয় দেবলীনা দে নামে এক শিশুর মরদেহ।

Exit mobile version