Site icon Jamuna Television

কাশ্মির নিয়ে এরদোগানের মন্তব্যের জেরে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করলো ভারত

কাশ্মির নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের জেরে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। সোমবার তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। হুঁশিয়ারি দিয়ে বলেছে, এতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সূত্র: রয়টার্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, কাশ্মির বিরোধের ইতিহাস না জেনে-বুঝেই এরদোগান মন্তব্য করেছেন।

গত সপ্তাহে পাকিস্তান সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, ভারতের একতরফা পদক্ষেপের কারণে অধিকৃত কাশ্মিরের পরিস্থিতির অবনতি হচ্ছে। তুরস্ক কাশ্মিরের জনগণের পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তার এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ভারতের অভ্যন্তরীন বিষয়ে তুরস্কের নাক গলানোর আরেকটি উদাহরণ এটি। এ ধরনের মন্তব্য ভারতের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গত ব্ছরের আগস্টে কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারত। এরপর থেকে দীর্ঘ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কাশ্মিরের বড় অংশের রাজনৈতিক নেতাকে কারাবন্দি করে রাখার পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে।

Exit mobile version