Site icon Jamuna Television

খাল থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রংপুর সদরের মমিনপুরে তিস্তার সেচ ক্যানেল থেকে রুমাইয়া আক্তার রুমি নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বর্তমান প্রেমিক উজ্জ্বল কে আটক করেছে পুলিশ। আরিফ নামের আরেক সাবেক প্রেমিককে খুঁজছে পুলিশ।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরুণীর বর্তমান প্রেমিক উজ্জ্বলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তিনি পেশায় দরজি।

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো রুমি। তার বাড়ি বদরগঞ্জ পৌরসভা মুন্সিপাড়ায়। এ ঘটনায় তার ভাই বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দের আসামি করে একটি মামলা করেছে।

গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে রুমিকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ব্রিজের নিচে রেখে যাওয়া হয় হয়।

Exit mobile version