Site icon Jamuna Television

ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে (১৭ ফেব্রুয়ারি) নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো ১) সুমন মিয়া (২২), ২) আল আমিন (২৪), ৩) মেহেদি হাসান মুন্না (২৫), ৪) মোঃ নুরুল ইসলাম (২৫) ও ৫) কদর খন্দকার (২২) সর্বসাং-দত্তপাড়া, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (২টি চাপাতি, ১টি স্টিলের চাইনিজ কুড়াল ও ১টি পাইপ) উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন লোকজনদের আটক ও জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতো। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Exit mobile version