Site icon Jamuna Television

শুধুমাত্র ভাতার ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শুধুমাত্র সরকারি ভাতার ওপর নির্ভরশীল না হয়ে কর্মক্ষম মানুষদের কাজ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজ সেবা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রতিটি মানুষকে কর্মমুখী হয়ে নিজের কাজ করতে হবে। যারা ভাতার আওতায় আছেন তারা যেন ঘরে বসে ভাতা পেতে পারেন সে জন্য কাজ করে যাচ্ছে সরকার।

সকলের সংসার চালানোর দায়িত্ব সরকারের না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেই নিজের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। কেউ যেন অভুক্ত না থাকে সেদিকে সরকার সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version