Site icon Jamuna Television

যে কারণে কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ট্রেন্ট বোল্ট

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।

শুক্রবার থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শুরু হতে যাওয়া টেস্টের আগে স্বাগতিক দলের অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্ট বলেন, বিরাট কোহলি এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। প্রত্যেকেই জানে ও কেমন ব্যাটসম্যান। আমি ব্যক্তিগতভাবে কোহলির মতো ক্রিকেটারকে তাড়াতাড়ি আউট করতে চাই, ওকে সাজঘরে ফেরানোর তর আমার আর সইছে না।

নিউজিল্যান্ড সফরে গিয়ে কেন উইলিয়ামসনদের ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ভারত। আর ওয়ানডে সিরিজে কোহলির ভারতকে ৩-০ ব্যবধানে মগজধোলাই করে নিউজিল্যান্ড।

শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরুর আগে ভারত সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নিউজিল্যান্ড সেরা পেসার ট্রেন্ট বোল্ট।

সূত্র: জি নিউজ।

Exit mobile version