Site icon Jamuna Television

পরিকল্পনামন্ত্রীর জন্য সংসদে কচুরিপানা নিয়ে গেছেন রওশন এরশাদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জন্য কচুরিপানা নিয়ে গিয়েছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান তিনি।

রওশন এরশাদ বলেন, আজ পেপারের দেখলাম আমাদের পরিকল্পনামন্ত্রী বলেছেন, গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে মানুষ কেনো খেতে পারবে না। আমাদের দেশে কী এখন দুর্ভিক্ষ দেখা দিছে যে কচুরিপানা খেতে হবে। আজ তো পরিকল্পনামন্ত্রী আসেননি। আমরা তো কিছু কচুরিপানা নিয়ে আসছিলাম। ওনাকে দিতাম।

তিনি আরো বলেন, গরুর খাবার কী মানুষ খেতে পারবে নাকি মানুষের খাবার গরু খেতে পারবে। ঘাসের মধ্যে তো অনেক ভিটামিন আছে তাহলে আমরা ঘাস খাই না কেন?

উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানে ঠাট্টাচ্ছলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কচুরিপানা নিয়ে বক্তব্য রেখেছিলেন। পরে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।

Exit mobile version