Site icon Jamuna Television

ভোটগ্রহণের ৫ মাস পর আফগানিস্তানে আশরাফ ঘানিকে বিজয়ী ঘোষণা

টানা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফ ঘানি। ভোটগ্রহণের প্রায় ৫ মাস পর মঙ্গলবার ফল ঘোষণা করেছেন দেশটির নির্বাচন কমিশন।

এতে বলা হয়, ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন আশরাফ ঘানি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।

গেলো বছরের সেপ্টেম্বরে ভোটগ্রহণ হয়। সেই সময় কারচুপির অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন আবদুল্লাহ আবদুল্লাহ’র সমর্থকরা। ভোট পুনঃগণনার দাবি জানান তারা। এ প্রক্রিয়া শেষে ঘোষণা করা হয় ফল। তবে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি প্রধান রাজনৈতিক দল গুলো।

Exit mobile version