Site icon Jamuna Television

করোনাভাইরাসের প্রকোপে রাজস্ব হারানোর শঙ্কায় অ্যাপল

চীনে করোনাভাইরাস প্রকোপের কারণে ব্যাহত হচ্ছে আইফোন উৎপাদন ও সরবরাহ। এর ফলে চলতি বছর বড় অংকের রাজস্ব হারানোর আশঙ্কা করছে টেক জায়ান্ট অ্যাপল। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানায়, চীনে উৎপাদন কাজ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়েই সাময়িকভাবে আইফোন সরবরাহে ঘাটতি তৈরি হবে। চীনে অ্যাপলের বেশিরভাগ স্টোরই হয় বন্ধ, নয়তো খুব সীমিত পরিসরে কাজ চলছে। এর ফলে বিক্রিও অনেক কমে গেছে। যার ফলে চলতি প্রান্তিকে মোট আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অ্যাপলের । এই প্রথম কোনো বড় মার্কিন প্রতিষ্ঠান তুলে ধরলো করোনা মহামারীর প্রভাবে আর্থিক ক্ষতির বিষয়টি।

Exit mobile version