Site icon Jamuna Television

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডাব্লিউটিএ। সকাল থেকে আশুলিয়া অংশের পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

ইতিমধ্যে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তুরাগ নদের জায়গা দখল করে স্থাপিত অবৈধ সাইনবোর্ডও উচ্ছেদ করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে এই অভিযান চলছে।

বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা বলেন, তুরাগ তীরের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। একইসাথে উচ্ছেদ করা এলাকা যাতে পুনরায় দখল না হয়ে যায় তা তদারকি করা হবে বলে জানান কর্মকর্তারা।

Exit mobile version