Site icon Jamuna Television

কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জানিয়েছেন ডিএমপি কমিশনার মো.শফিকুল ইসলাম।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

কমিশনার বলেন, রাজধানীতে সাদা পোশাকে ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। শহীদ মিনারে প্রবেশে আর্চওয়ের মাধ্যমে সকলকে তল্লাশি করা হবে। প্রবেশের সময় কোন ধরনের ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য রাস্তায় কোন ধরনের প্যান্ডেল তৈরি না করার আহ্বানও জানান তিনি।

Exit mobile version