Site icon Jamuna Television

ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
আজ সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী নৌ ঘাট থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছে প্রাইভেটকারের চালক।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকায় ডিউটি করছিলেন সার্জেন্ট ওয়ালিদ। এসময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটিকে দেখে সন্দেহ হয় ওয়ালিদের। সে প্রাইভেটকারিকে সিগন্যাল দিলে দ্রুত ভূঞাপুর দিকে চলে আসে। পরে গোবিন্দাসী নৌঘাটে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। এসময় প্রাইভেটকার থেকে বিভিন্ন পন্থায় মোড়ানো ৯৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Exit mobile version