Site icon Jamuna Television

পিস্তল গুলিসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে একটি দেশিয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে গেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৪) কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সিনাবহ সরকারপাড়া করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পৌনে তিনকোটি টাকা মুল্যের কাঁচামাল ডাকাতি মামলার আসামি আবুল খায়েরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আবুল খায়ের চাঁদপুরের কচুয়া থানার জয়নগর বায়েকবাজার এলাকার ওয়ালি উল্লাহ’র ছেলে ।

Exit mobile version