Site icon Jamuna Television

আশ্বাসের প্রেক্ষিতে ছাত্রলীগের একাংশের কর্মসূচি স্থগিত

আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের একাংশের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন প্রত্যাশী নেতাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তাদের দাবি-দাওয়া বিবেচনা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক সহ-সভাপতি জানিয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন। আমরা কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে থেকেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

সম্মেলনের দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ সম্মেলন প্রত্যাশী নেতা-কর্মীবৃন্দ। সংগঠনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মেনেই সম্মেলনের দাবিতে এই সংবাদ সম্মেলন বলে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ছাত্রলীগের এই অংশটি সম্মেলনের দাবি জানিয়ে আসছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version