Site icon Jamuna Television

এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুদক পরিচালক সৈয়দ ইকবাল তার বিরুদ্ধে মামলা করেন।

এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে ঘুষ দাবি করেছিলেন-এমন অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত রাজনীতিক নাজমুল হুদা। তদন্তে ওই অভিযোগের সত্যতা পায়নি দুদক। তাই মিথ্যা মামলার জন্য নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।

Exit mobile version