Site icon Jamuna Television

‘দেশে ব্রয়লার মুরগীসহ কোন পশু-পাখির মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি’

বাংলাদেশে ব্রয়লার মুরগীসহ কোন পশু-পাখির মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি, তবে অসুস্থ পশু-পাখি খাওয়া থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

সকালে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে । করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বের পরিস্থিতি ক্রিটিক্যাল নয়, সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৫ জন বাংলাদেশি রোগী। ৭৪টি নমুনা পরীক্ষা হলেও শনাক্ত হয়নি কেউ। কোন রোগী পাওয়া গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হবে। কখনো আক্রান্ত হলে সাপোর্ট লাগলে অন্য সংস্থার সহযোগিতা নেয়া হবে।

Exit mobile version