Site icon Jamuna Television

লিভারপুলের নাটকীয় জয়

ম্যাচের অতিরিক্ত সময়ে ক্লাভানের গোলে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে টানা ১৬ ম্যাচ ধরে অপরাজিত থাকলো অল রেডরা।

বার্নলির মাঠে প্রথমার্ধের খেলায় দুই দলের কেউই গোলের দেখা পায়নি। যদিও ৩৭ মিনিটে অক্সলেইড-চেম্বারলেইনের পাসে দুর্বল শট নিয়ে সুযোগ নষ্ট করেন লিভারপুলের ডোমেনিক সোলাঙ্কি। এর দুই মিনিট পর ম্যাচে নিজেদের প্রথম সুযোগ পায় বার্নলি; আরফিল্ডের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মানের গোলে এগিয়ে যায় সফরকারী অল রেডরা। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে গমিন্ডসনের গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। পয়েন্ট ভাগাভাগি হওয়া প্রায় নিশ্চিত, ঠিক এমন মুহুর্তে ক্লাভানের গোলে জয় ছিনিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গান ক্লপের শিষ্যরা।

দিনের আরেক ম্যাচে, কিং পাওয়ার স্টেডিয়ামে হাডা্র্সফিল্ডের সাথে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিচেস্টার সিটি। এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে রয়েছে তারা।

ম্যাচের ৫৩ মিনিটে মাহারেজ প্রথম গোলটি করেন। এর পর ৬০ মিনিটে স্লিমানির গোলে ব্যবধান বাড়ায় লিচেস্টার সিটি; এবং ম্যাচের অতিরিক্ত সময়ে অলব্রাইটনের গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version