Site icon Jamuna Television

কক্সবাজারে তিন সার্ভেয়ারের বাসায় অভিযান, কোটি টাকাসহ আটক ১

কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে ঘুষের কোটি টাকাসহ এক সার্ভেয়ারকে আটক করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শহরের তারাবনিয়ার ছড়ায় সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় ফেরদৌস। উদ্ধার হয় ২৭ লাখ টাকা। পরে বাহারছড়া এলাকার সার্ভেয়ার ওয়াসিম ও ফরিদের বাসায় অভিযান চালিয়ে প্রায় ৬৭ লাখ টাকা জব্দ করে র‍্যাব। এসময় ফরিদ পালিয়ে গেলেও, আটক হন ওয়াসিম। অভিযোগ-বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণের জমি’র ক্ষতিপূরণের টাকা দেয়ার সময় ১০-১৫ শতাংশ করে ঘুষ নেয় তারা।

Exit mobile version