Site icon Jamuna Television

ঝালকাঠিতে ১৩০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ঝালকাঠিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ সুজন ও ইতি নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বিদ্যালয়ের ভেতরে বসবাস করতো। সেখান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত পরিদর্শক সানোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে মোবাইলের পাওয়ার ব্যাংক এর ভিতরে লুকানো অবস্থায় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । ইয়াবা রাখার অপরাধে স্বামী-স্ত্রীকে আটক করা হয়। ইয়াবা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সুজন রহমান ঝালকাঠি শহরের কাটপট্টি বাকলাই সড়কের মজিবর রহমানের ছেলে । ইতি আক্তার পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় মৃত হারুন মিয়ার বড় মেয়ে।

উল্লেখ্য, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে বসবাসকারী বাসা থেকে প্রায় তিন মাস আগে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক হয়েছিলেন মাদক ব্যবসায়ী সুজন।

Exit mobile version