Site icon Jamuna Television

জার্মানিতে দুটি সিসা বারে গোলাগুলি, নিহত ৮

জার্মানির হানাউ শহরে পৃথক দুটি সিসা বারে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। বুধবার রাতে চালানো হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও পাঁচজন।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ‘সিটি সেন্টার’ সিসা বারে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করে আততায়ী। সেখানে প্রাণ হারায় তিনজন। এরপরই দ্বিতীয় পানশালা ‘অ্যারেনা বার এন্ড ক্যাফে’তে হামলা চালানো হয়। গোলাগুলির কারণ এখনও স্পষ্ট নয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ শনাক্তের জন্য রাখা হয়েছে হাসপাতাল মর্গে।

এদিকে, হামলার পর দুটি এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা; বন্ধ সংযোগ সড়কও। জার্মান গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Exit mobile version