Site icon Jamuna Television

সোমবারের মধ্যে বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে আপিল বিভাগের নির্দেশ

আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১০০০ কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনের। গ্রামীণফোনের কাছে বিটিআরসি’র পাওনা টাকার পরিমাণ ১২ হাজার ৫৮০ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণফোন রিভিউ আবেদন করে। গত বছর ২৪ নভেম্বর বিটিআরসি’র পাওনা অর্থের মধ্যে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। তিন মাস পেরিয়ে গেলেও টাকা না দিয়ে রিভিউ আবেদন করে গ্রামীণফোন। রিভিউ আবেদনের শুনানিতে নতুন করে এ আদেশ আসলো। পাশাপাশি টাকা পরিশোধ না করলে অপারেটরটির বিরুদ্ধে বিটিআরসি যেকোনো ব্যবস্থা নিতে পারবে বলেও আদেশে উল্লেখ করেছেন আদালত।

Exit mobile version