Site icon Jamuna Television

চাকা খুলে ইজিবাইক খাঁদে, নারী নিহত

গাজীপুরের কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়ে তাসমীম আক্তারকে (১৭) পরীক্ষা কেন্দ্র নিয়ে যাওয়ার পথে ইজিবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক খাঁদে পড়ে গেলে ঘটনাস্থলে মা সিমা বেগম খুকি (৪০) নিহত হয়েছেন । এ ঘটনায় দাখিল পরীক্ষার্থী মেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুকি উপজেলার বাশাইর গ্রামের ইব্রাহীম মোল্লার স্ত্রী । আহত তাসমীম উপজেলার খলাপাড়া দারুল উলুম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, সকালে মেয়ে তাসমীমকে নিয়ে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম. ইউ কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে ইজিবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় ।এতে ঘটনাস্থলেই মা সিমা বেগম খুমি মারা যায় । দাখিল পরীক্ষার্থী মেয়ে তাসমীম আক্তার আহত হয়। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ ।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version