Site icon Jamuna Television

ভারতের সাথে কোন বাণিজ্য চুক্তি হচ্ছেনা: ট্রাম্প

শুরুতে বেশ হৈচৈ থাকলেও এখন সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ভারত সফরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কোন বাণিজ্য চুক্তি হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এসময়, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশও করেছেন ট্রাম্প। তার কথায়, ওয়াশিংটনের সঙ্গে ভালো ব্যবহার করেনি দিল্লি।

ট্রাম্প বলেন, বড় একটি বাণিজ্য চুক্তি করার কথা থাকলেও তা আপাতত করা হচ্ছে না, এবং তা কবে নাগাদ করা হবে তারও কোন নিশ্চয়তা নেই।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের গুজারটের মোতেরায় পৃথিবীর সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।

Exit mobile version