Site icon Jamuna Television

ট্রাম্পের রাজনৈতিক সহযোগী রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সহযোগী রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

রায়ে বলা হয়, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যা বিবৃতি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বদল করেছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে রবার্ট মুলারের তদন্তের জেরে দায়ের করা বিভিন্ন মামলায় এ নিয়ে ট্রাম্পের ছয় সহযোগীকে দোষী সাব্যস্ত করলেন আদালত। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে জোরালো অভিযোগ তোলে বিরোধী ডেমোক্র্যাট পার্টি।

এ রায়ের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচন ইস্যুতে কোন ধরনের হস্তক্ষেপ বা সম্পৃক্ততা ছিলো না রজার স্টোনের।

এই অভিযোগ তদন্তের দায়িত্ব পান রবার্ট মুলার। গত বছরের এপ্রিলে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

Exit mobile version