Site icon Jamuna Television

পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোজাহের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে।

শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে হারিয়াখালী এলাকায় মেরিন ড্রাইভের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ যুবককে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের এস আই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল সিকান্দর ও মাহফুজ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি এলজি ৫ রাউন্ড কার্টুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, নিহত যুবক সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও মাদক ও মানব পাচারের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে একই এলাকায় মঞ্জুর আলম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলার পলাতক আসামি ছিল সে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version