তীব্র পানির সংকট মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। তিনদিন ধরে পানি মিলছে না সেখানে। এতে রোগী আর তার স্বজনরা পরেছে চরম ভোগান্তিতে। দূর থেকে সংগ্রহ করে কিংবা বাইরে থেকে পানি কিনে এনে ব্যবহার করছেন তারা। গভীর নলকূপের মোটর নষ্ট হওয়ায় এই সমস্যা।
সরজমিনে দেখা যায়, সবার হাতে হাতে পানির বোতল। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় আধাকিলোমিটার দূরের ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা।
হাসপাতালে গত তিনদিন ধরে টয়লেট, গোসল কিংবা খাওয়াসহ নিত্যব্যবহারের একফোটা পানি মিলছে না। কখনো কখনো রোগী নিজেই ওয়ার্ড থেকে বেরিয়ে পথে নামতে হচ্ছে পানি সংগ্রহে। অনেকেরই বাইরে থেকে পানি কিনে খাওয়া ও ব্যবহারের সামর্থ্য নেই। এমন ঘটনায় তিন দিন ধরে চললেও নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ।
বক্ষব্যাধী হাসপাতালের কাছে ওয়াসার জোন-৫ এর পাম্প থেকেই পানি সংগ্রহ করেন সবাই।
ছুটির দিন হওয়ায় এই বিষয়ে কথা বলতে কর্তৃপক্ষের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি।

