Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কারাগার ২ এ মাদক মামলায় গ্রেফতার হওয়া কোরবান আলী নামে এক হাজতির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কোরনবান আলী (৫২) চট্টগ্রামের সাতকানিয়া থানার বারদোনা এলাকার নাজির আহমেদের ছেলে। বিমানবন্দর থানায় একটি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর কাশিমপুর কারাগার-২ বন্ধি ছিলেন নিহত কোরবান আলী। কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version