Site icon Jamuna Television

মেয়র নাছিরের মায়ের শয্যাপাশে রেজাউল

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অসুস্থ মাকে দেখতে ও খোঁজ খবর নিতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালে যান। এসময় আ জ ম নাছির হাসপাতালে ছিলেন না।

জানা যায়, মেয়র নাছিরের মা ফাতেমা জোহরা বেগম ফুসফুসের প্রদাহ এবং উচ্চ রক্তচাপ নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির নাছির ২০১৫ সালে সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এবারও মেয়রপ্রার্থী হতে চাইলে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে।

Exit mobile version