Site icon Jamuna Television

করোনাভাইরাস: উহান শহরে আরও একটি হাসপাতাল নির্মাণ

চীনের উহান শহরে আরও একটি হাসপাতাল নির্মাণ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকে ৩ হাজার ৭শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, আরও ১৫টি হাসপাতালে ৯ হাজার রোগীকে এক সাথে সেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ৩০ হাজার পর্যন্ত বাড়ানো যাবে এই সংখ্যা।

এছাড়া, প্রতিদিন বাড়তে থাকা আক্রান্ত রোগীদের জন্য নির্মাণ করা হচ্ছে অস্থায়ী বহু ক্লিনিক। রাজধানী বেইজিংসহ বিভিন্ন শহর থেকে হুবেই প্রদেশে পাঠানো হয়েছে ৩০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় প্রতি দিনই বাড়ছে কোভিড-নাইনটিন ভাইরাস আক্রন্ত রোগীর সংখ্যা। মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

Exit mobile version