Site icon Jamuna Television

ঝগড়ার সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে । ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শেখ জালাল উদ্দিনের বাড়িতে ২১ দিন আগে বাসাভাড়া নিয়েছে বসবাস শুরু করে পাবনার সদর উপজেলার দাশলিয়া চড়ইমারী এলাকার রকি মিয়া ও তার স্ত্রী সাথী আক্তার মুক্তা। দুইজনের মধ্যে পারিবারিক কলেহের সৃষ্টি হয়। এসময় স্বামী রকি মিয়া ঘরে থাকা একটি ধারালে ছুরি দিয়ে স্ত্রী কে আঘাত করতে থাকে। ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ভাড়াটিয়ারা এগিয়ে গেলে ঘরের দরজা খুল দৌড়ে পালিয়ে যায় স্বামী রকি মিয়া। রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে থাকতে দেখে সাথীকে স্থানীয়রা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাশের বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়া জানান,রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সাথীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গেলে নিহতের স্বামী রকি মিয়া দৌড়ে পালিয়ে যায়।

Exit mobile version