Site icon Jamuna Television

করোনাভাইরাস: জাপান ফেরত এক ইসরায়েলি নারী আক্রান্ত

এবার ইসরায়েলি এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল আরাবিয়াহ’র।

টোকিওর প্রমোদতরী থেকে ইসরাইলে ফেরত যাওয়ার পর তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ থেকে ফেরত যাওয়া এক নারী যাত্রীর শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ফেরত যাওয়া অন্য যাত্রীরা এতে আক্রান্ত হননি।

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিনে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

তারা দুজনই জাপানের নাগরিক বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তাদের দুই জনের শরীরেই নভেল করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল।

তাদের মধ্যে ৮৭ বছর বয়সী পুরুষ যাত্রী হৃদরোগে ও ব্রঙ্কাইটিসে ভুগছিলেন আর ৮৪ বছর বয়সী নারী যাত্রীর মৃত্যুর কারণ নিউমেনিয়া লেখা হয়েছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Exit mobile version