Site icon Jamuna Television

মার্কিন হামলায় নিহত শিয়া সশস্ত্র কমান্ডার মাহদির স্থলাভিষিক্ত হলেন আবু ফাদাক

ইরাকে শিয়া সশস্ত্র সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট এর নতুন সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ পেয়েছেন আবু ফাদাক আল মোহাম্মদাভি। খবর ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি’র।

পপুলার মোবিলাইজেশন ইউনিটের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আবু ফাদাককে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে সংগঠনটির শীর্ষ কর্মকর্তা আবু আল-বাসারি জানিয়েছেন।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিস।

পপুলার মোবিলাইজেশন ইউনিটের শীর্ষ কর্মকর্তা বাসারি জানান, এই নিয়োগের পর ইরাকের সশস্ত্র বাহিনীর চিফ কমান্ডার আগামী কয়েকদিনের মধ্যে আবু ফাদাকের নিয়োগের ডিক্রিতে সই করবেন।

এর আগে আবু ফাদাক আল-মাহদাভি ইরাকের কাতাইব হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৭ সালে কাতাইব হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে ইরাকের বিভিন্ন সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট। এসব সংগঠন ইরাকে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Exit mobile version