Site icon Jamuna Television

উগ্রবাদীরা যেন নায়ক হিসেবে উপস্থাপিত না হয়: মনিরুল ইসলাম

উগ্রবাদীরা যেন নায়ক হিসেবে উপস্থাপিত হতে না পারে সেদিকে গণমাধ্যমকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সকালে জাতীয় প্রেসক্লাবে ‘উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। মনিরুল ইসলাম বলেন, উগ্রবাদীরা তাদের প্রচার ও আদর্শ প্রতিষ্ঠায় গণমাধ্যমকে ব্যবহার করে। সরকারের কাছে বার্তা পৌঁছাতে ও নিজেদের স্বপক্ষে জনমত সৃষ্টির জন্যও গণমাধ্যমকে ব্যবহার করে সন্ত্রাসবাদী সংগঠনগুলো। তাই সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ৬ ধাপ অগ্রগতি হয়ে বাংলাদেশ এখন ৩১ নম্বরে অবস্থান করছে বলেও জানান মনিরুল ইসলাম।

Exit mobile version