Site icon Jamuna Television

প্লাস্টিক ফুল আমদানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

ফুলের স্থায়ী মার্কেট ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধসহ পাঁচ দফার দাবিতে সাভারে মানববন্ধন করেছে বিরুলিয়ার গোলাপ চাষীরা।

শনিবার ঢাকা-আরিচা মহসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে প্রায় দেড় শতাধিক ফুল চাষী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ফুলচাষীরা জানান, ফুলের উৎপাদন ভাল হলেও প্লাস্টিক ফুলের কারণে বাজারে আশানুরূপ মুনাফা পান না তারা। তাদের দাবি ৩৩ বছর ধরে নানা প্রতিকূলতা কাটিয়ে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান ও ১২’শ কোটি টাকার ফুলের বাজার সৃষ্টি করেছে।

তবে সেই বাজারে কিছু সংখ্যক ব্যবসায়ী চীন, ভারত ও থাইল্যান্ড থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি করে দেশীয় বাজার নষ্ট করছে। তাই ৫ দফা দাবি তুলে সরকারের হস্তক্ষেপ কামনা করে ফুলচাষীরা।

Exit mobile version