Site icon Jamuna Television

অভিনব উপায়ে জন্মদিন পালনের পরিকল্পনা সুইস প্রেসিডেন্টের

আগামী ১৪ মে ৬০ বছরে পা দেবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সাইমনেতা সোমমারুগা। তার এবারের জন্মদিনটি অভিনব উপায়ে উদযাপন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানে কোনো পদস্থ কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিদের নয়, দাওয়াত করা হবে সাইমনেতা সোমমারুগার সঙ্গে একই দিন জন্ম নেয়া সুইস নাগরিকদের!

ইউরোপের সমৃদ্ধিশালী দেশ সুইজারল্যান্ডে প্রেসিডেন্ট পদ সাধারণত আলংকারিক। প্রতিবছর পয়লা জানুয়ারিতে নতুন কেউ প্রেসিডেন্ট পদে বসেন। প্রেসিডেন্ট নির্বাচন করা হয় শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে থেকে। সোমমারুগা সোশ্যালিস্ট পার্টির সদস্য। ২০১৫ সালে আরও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

সোমমারুগার জন্ম ১৯৬০ সালে। ওই বছর সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন ৯৪ হাজার ৩৭২ জন। সোমমারুগা যেদিন জন্মেছিলেন, সেদিন মোট কতজনের জন্ম হয়েছিল, তা জানা যায়নি। তবে ওই বছর দিনে গড়ে জন্ম নিয়েছেন প্রায় ২৫৮ জন। তাই সোমমারুগার জন্মদিনে কম–বেশি ২৫৮ জন আমন্ত্রণ পেতে পারেন।

সোমমারুগা যেদিনে জন্মেছেন সেদিনে জন্মগ্রহণ করা আগ্রহী ব্যক্তিদের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য নিবন্ধন করতে হবে। প্রেসিডেন্টের ওয়েবসাইটে গিয়ে সেখানে তাদের পাসপোর্টের কপি জমা দিতে হবে। জন্মতারিখের বিষয়টি নিশ্চিত হতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে ভালো সাড়া পাবেন, আশাবাদ ব্যক্ত করে গত বৃহস্পতিবার টুইট করেন সোমমারুগা। সেখানে তিনি বলেন, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনারা নিবন্ধন করলে আমি অত্যন্ত আনন্দিত হব।

তবে কোথায় সেই অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেটা গোপন রেখেছেন তিনি। সুনির্দিষ্ট করে না বললেও রাজধানী বার্নের কোনো এক জায়গায় অনুষ্ঠানটি হবে বলে জানান সুইস প্রেসিডেন্ট।

Exit mobile version