Site icon Jamuna Television

হঠাৎ জলোচ্ছ্বাস ভাসিয়ে নিলো শিক্ষার্থীদের

ইন্দোনেশিয়ায় আকস্মিক জলোচ্ছ্বাসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৫ জন। তাদের সবাই শিক্ষার্থী।

স্থানীয় প্রশাসন জানায়, একটি স্কুলের আড়াইশ’ শিক্ষার্থী নিয়ে জাভা দ্বীপে বেড়াতে যায় প্রতিষ্ঠানটির কয়েক জন শিক্ষক। তারা স্কাউটিং সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও। এসময় হঠাৎই জলোচ্ছ্বাসের কবলে পড়েন তারা।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় ২৩৯ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

Exit mobile version