Site icon Jamuna Television

পাওনা টাকার জন্য ছোট ভাইয়ের ঘরে আগুন দিলো বড় ভাই

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা না দেওয়ায় ছোট ভাইয়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বড় ভাই। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে শনিবার সকাল ১০টার দিকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই নিজামকে আটক করেছে পুলিশ।

গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন জানান, উপজেলার গাজালিয় গ্রামের ইউসুফ আলী সর্দারের দুই ছেলে বড় ভাই নিজাম সর্দার ও ছোট ভাই সোহেল সর্দার। তারা কিছুদিন আগে একসাথে এলাকায় জমি ক্রয় করে। এ জমি ক্রয়বাবদ নিজাম সোহেলের কাছে কিছু টাকা পাবে। এ নিয়ে কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। সোহেল ঢাকা থাকায় মোবাইল ফোনে বড় ভাই নিজামের সাথে কথা কাটাকাটি হয়। পরে শনিবার সকালে নিজাম ক্ষিপ্ত হয়ে খড়-কুটা দিয়ে সোহেলের দোতলা টিনের ঘর আগুন দিয়ে ভস্মিভূত করে দেয়। এসময় সোহেলের ঘরে স্ত্রী, দুই কন্যা সন্তান ও স্ত্রীর ছোটবোন ছিল। এতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সোহেলের ঘর পুড়ে কমপক্ষে পাঁচলাখ টাকা ক্ষতি হয়েছে বলে সোহেলের স্ত্রী পরী বেগম দাবি করেছেন। ঘরে আগুন দেওয়ার ঘটনায় বড় ভাই নিজাম জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

Exit mobile version