Site icon Jamuna Television

তালিকায় যুক্ত প্রায় ৪৩ লাখ নতুন ভোটার

আরও ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন ছবিসহ ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন মোট ভোটার ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ ইসি কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন। তিনি জানান, কারও কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

নতুন ভোটারদের মধ্যে এবারের হালনাগাদের সময় যুক্ত হয়েছেন ৩৩ লাখ ৩২ হাজার ৯৭১ জন। এর মধ্যে নারী ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন আর পুরুষ ভোটার ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন। আগে সংগ্রহ করা হয়েছিল ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন ভোটারের তথ্য। এবারের খসড়া তালিকায় তাঁদের নামযুক্ত করা হয়েছে। এছাড়া এ বছর হালনাগাদের সময় ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

কমিশনের ভারপ্রাপ্ত সচিব আরও জানান, নতুন ভোটাররা এখনই কোনো জাতীয় পরিচয়পত্র পাবেন না। ২০১৮ সালের মধ্যে তাঁদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version