Site icon Jamuna Television

পনের হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন পাখি

পনের হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন পাখি। লাফ দেয়ার পরই জানালেন স্কাই ড্রাইভিং ছিল তার কাছে স্বপ্নের মতো। বললেন, পনেরো হাজার ফুট উঁচু থেকে দিলাম লাফ! কী যে অনুভূতি! বলে বোঝানো যাবে না!

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া বেড়াতে গিয়ে সেখানে পনেরো হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ওরফে পাখি।

মধুমিতা বলেন, কাজের ফাঁকে ফাঁকে সোলো ট্রিপে বেড়িয়ে যাই। রক ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং এইসব অ্যাডভেঞ্চার করার স্বপ্নই দেখি আমি।

সিনেমা ছাড়াও এ বছর ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা। ‘দ্য জাজমেন্ট ডে’ ওয়েবসিরিজে স্বাভাবিক অভিনয়ে সকলের নজর কেড়েছেন তিনি।

Exit mobile version