Site icon Jamuna Television

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আ’লীগ নেতা নিহত

বান্দরবান সদরে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত হয়েছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামছড়ি মুখ পাড়ার একটি দোকানে বসে ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা। এসময় ৮ থেকে ১০ জন অস্ত্রধারী এলোপাথারি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান বাচনু। এসময় বাতখই মারমা নামের এক পাড়াবাসী হার্ট অ্যাটাকে মারা যান। গুলিবিদ্ধ অন্তত ৫ জন। তাদরে মধ্যে ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গুরুতর তিনজনের চিকিৎসার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথিমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি নিহতের পরিবার কিংবা পুলিশ।

Exit mobile version