Site icon Jamuna Television

গাজীপুরের কালিয়াকৈরে বাস উল্টে মা-মেয়ে নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নুরবাগ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নিহত ফাতেমা বেগম (৩২) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও তার নয় মাস বয়সী শিশু কন্যা আরবি আক্তার।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তিনি।

Exit mobile version