Site icon Jamuna Television

আ’লীগ নেতা বাচনু মারমা হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

আওয়ামী লীগ নেতা বাচনু মারমা হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতা বাচনু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। দাবি জানান, হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। সেই সাথে, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানানো হয়।

Exit mobile version