Site icon Jamuna Television

হাজারতম ম্যাচেও গোল করে জেতালেন সিআর সেভেন

পেশাদার ক্যারিয়ারে নিজের হাজারতম ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতে স্পালের বিপক্ষে সিআর সেভেনের দল য়্যুভেন্টাস জিতেছে ২-১ গোলে।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো য়্যুভেন্টাস। কিন্তু অফসাইডে বাতিল হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পান এই পর্তুগীজ তারকা। লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন সিআর সেভেন।

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন রামসি। মিনিট নয়েকের মাথায় স্পট কিক থেকে ব্যবধান কমান আন্দ্রেয়া পেতানিয়া। শেষ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক শট ক্রসবারে প্রতিহত হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে য়্যুভেন্টাস।

এক হাজার ম্যাচের মধ্যে ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্টাসের হয়ে ৮৩৬ ম্যাচে রোনালদো গোল করেছেন ৬২৬টি। জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচে করেছেন ৯৯ গোল।

Exit mobile version