Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ঝাড়বাড়ি পিছলা পখোর গ্রামে তৈয়ব আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ওই এলাকার বাঁশঝাড়ের পাশে গম ক্ষেতে রক্ত মাখা কাপড় ও মাটিতে রক্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তার ঘটনাস্থলে পুলিশ মাটি খুঁড়ে তৈয়ব আলীর গলাকাটা মৃতদেহ বের করে। তৈয়ব আলী গোগর ঝাড়বাড়ি গ্রামের খমির উদ্দিন ঘুটুর ছেলে।

তৈয়বের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে তৈয়বকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক লেনদেন অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে জবাই করে হত্যা করে মাটিতে পুতে দেয় দুর্বৃত্তরা।

মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত চলছে।

Exit mobile version