Site icon Jamuna Television

টাঙ্গাইলে পিতা হত্যা মামলায় ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। এছাড়াও সকল আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন বিচারক ।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নিহতের ছেলে মির্জাপুরের ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুরের ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)।

মামলার বিবরণ সূত্রে টাঙ্গাইল আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী এস আকবর খান বলেন, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামে একাই বসবাস করতেন। গত ২০১৩ সালের ৩০ জুন রাত ১ টার দিকে জমি সংক্রান্ত ও ব্যক্তিগত বিরোধের জেরে ছেলের হাতে নিহত হন তিনি। পরদিন সকালে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ছেলে আসাদুজ্জামান থানায় অভিযোগ দায়ের করলে অধিকতর তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে ওই বছরের ১ আগস্ট পুলিশ বাদি হয়ে নিহতের ছিলেসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার পরই দুই আসামি পলাতক থাকেন। পরবর্তীতে আরও দুই আসামি জামিনে বের হবার পর তারাও পলাতক রয়েছেন। মামলা অপর আসামিকে ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় চার্জশীট থেকে বাদ দেয়া হয়।

এ রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সকল আসামিই বর্তমানে পলাতক আছেন।

Exit mobile version